অন্যান্যজাতীয়

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫দুর্নীতিবিরোধী লড়াইয়ে তারুণ্যই শক্তি:

অপরাধ বিচিত্রা ডেক্স : টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা ও প্রদর্শনী উদ্বোধন ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ দেশের তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন বয়সী তরুণদের হাতে ও ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন এবং কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ১২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আজ বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।

‘দুর্নীতি ও মানবাধিকার” বিষয়ে আয়োজিত ২০তম কার্টুন প্রতিযোগিতায় হাতে আঁকা ‘‘ক’’ বিভাগে (১৩-১৮ বছর) প্রথম স্থান অধিকার করেন রংপুর ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুজ্জামান সিন। একই কলেজের মো. আরাফাত ইসলাম সিফাত দ্বিতীয় ও মো. এরশাদুল আযম ইমন তৃতীয় স্থান অধিকার করেন। ‘‘খ’’ বিভাগে (১৯-২৫ বছর) প্রথম হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আবদুল্লাহ আল যুনায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের মং সোনাই রাখাইন দ্বিতীয় এবং তেজগাঁও কলেজের মো. আব্দুর রহমান তালুকদার তৃতীয় স্থান অধিকার করেন। উভয় গ্রুপের বিজয়ীদের যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন ক্যাটাগরিতে বিজয়ী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহছিন আহম্মেদ আকিব এবং কমিক স্ট্রিপ ক্যাটাগরিতে বিজয়ী হন মো. কাজী সাফায়েত হোসেন সাগর। এই দুই বিভাগে বিজয়ীদের ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া সবগুলো ক্যাটাগরি থেকে মোট ৫১টি কার্টুনকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়।

উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন/ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ইভা স্মেডবার্গ, একই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাওলা ক্যাস্ট্র নিডারস্টাম, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কর স্টাউটেন, ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার এমা উইন্ড এবং সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-গভর্ন্যান্স এবং হিউম্যান রাইটস সাবিনা ইয়াসমিন লুবনা। এ সময় দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব এবং নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হকও উপস্থিত ছিলেন।

টিআইবি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্ব দেয় মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন- এর প্রত্যেকটি ক্ষেত্রে তারুণ্যের অপার সম্ভাবনা ও দুবির্নীত সাহসই বিজয়ী হয়েছে। কর্তৃত্ববাদের প্রভাব যে কতো বহুমুখী ও সুদূর বিস্তৃত তার প্রমাণ হলো গত বছর এই প্রতিযোগিতায় সবচেয়ে কম কার্টুন জমা পড়েছিলো, কার্টুনের মোড়কেও মানুষ মত প্রকাশ করতে ভয় পাচ্ছিল। আবার আমরা এও দেখলাম যে, জুলাইয়ে কর্তৃত্ববাদের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ে শক্তিশালী হাতিয়ার হয়ে কর্তৃত্ববাদের বিরুদ্ধে সমগ্র দেশকে একত্র করেছে কার্টুন, গ্রাফিতি, দেয়ালচিত্র। আমরা বলতে গর্ববোধ করছি যে, এই কার্টুন, গ্রাফিতি আঁকিয়েদের বড়ো একটি অংশ কখনো আমাদের দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন বা অংশগ্রহণ করেছেন। তারুণ্যের আঁকা কার্টুন বা গ্রাফিতি অসীম শক্তিশালী কর্তৃত্ববাদের পতনের অন্যতম হাতিয়ার হয়েছে, সেই তারুণ্য ও তাদের আঁকা কার্টুন, কমিক স্ট্রিপ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েও আমাদের অন্যতম শক্তি।’

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক ও নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক ২০ বছর ধরে কার্টুনিস্টদের অসাধারণ সুযোগ তৈরি ও অনুপ্রেরণা জোগানোর জন্য টিআইবিকে ধন্যবাদ জানান। অপর বিচারক ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব কার্টুনিস্টদের ক্যারিয়ারকেন্দ্রিক সম্ভবনার কথা উল্লেখ করেন।

সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন/ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ইভা স্মেডবার্গ বলেন, ‘সমাজ ও জীবনে সামাজিক অসঙ্গতিগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরছে তরুণেরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেখে আমরা অনুপ্রাণিত হই। আমাদের ভেতর বিশ্বাস জন্মায়, কার্টুনের মাধ্যমেই আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিশ্চয়ই জিতব।’

নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কর স্টাউটেন বলেন, ‘সমাজে যে সকল অন্যায়-অনাচার সবার অগোচরে ঘটে সেগুলো কার্টুনিস্টরা তুলে ধরেছে তাদের আঁকায়। আজ বিশ্ব মানবাধিকার দিবস, এমন দিনে টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে- এটি একটি চমৎকার ব্যাপার। কারণ, যেখানেই দুর্নীতি, সেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়।’

ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার এমা উইন্ড বলেন, ‘একটি কার্টুন হাজারো শব্দের চেয়েও অর্থবহ। আমি বিশ^াস করি, কার্টুনিস্টরা তাদের দুর্দান্ত কাজের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা দেওয়া অব্যাহত রাখবে।’

সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-গভর্ন্যান্স এবং হিউম্যান রাইটস সাবিনা ইয়াসমিন লুবনা বলেন, ‘কার্টুন এমন এক মাধ্যম যা সমাজে স্ফুলিঙ্গ তৈরি করে। সমাজে চলমান অন্যায়কে তরুণ কার্টুনিস্টরা যেভাবে তুলে ধরছে, তা সত্যিই আমাদের মাঝে আশার সঞ্চার করে যে একদিন দেশ থেকে দুর্নীতি দূর হবে।’

উল্লেখ্য, এ বছর হাতে আঁকা, ডিজিটাল মাধ্যম ও কমিক স্ট্রিপ এই তিনটি ক্যাটাগরিতে ১৯৯জন কার্টুনিস্টের সর্বমোট ৪১০টি কার্টুন জমা পড়ে। এর মধ্যে হাতে আঁকা কার্টুনের দুটি বিভাগে ৩৩৯টি, ডিজিটাল বিভাগে ৪৪টি এবং কমিক স্ট্রিপ বিভাগে ২৭টি কার্টুন জমা পড়ে। কার্টুন প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ মনোনয়ন প্রাপ্ত ৪২জন কার্টুনিস্টের মোট ৫৯টি কার্টুন নিয়ে আজ থেকে ১২ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ২১ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। পাশাপাশি, ভার্চুয়াল গ্যালারিতেও (https://ti-bangladesh.org/virtual-gallery) এই প্রদর্শনী দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button