অন্যান্যঅপরাধঢাকা বিভাগ

টঙ্গী মাজার বস্তিতে গায়েবি ক্ষমতায় চলছে মাদকের হাট নানান অপকর্ম, সকল কিছুর পেছনে গায়েবি শক্তি

বৈরাম খা : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর , ২০২৫   গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী ভরান মাজার বস্তুিতে হিরোইন ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গত ৫ আগষ্ট সৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর টঙ্গীতে অপরাধীর সহযোগী নাইমুল ইসলাম বাবু কর্তৃক টঙ্গীর ভরাণ মাজার বস্তিতে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে ঘর-বাড়ি দখল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট হিরোইন সহ বিভিন্ন মাদক কারবারি। 

অপরদিকে এই হাজীর মাজার বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) একাধিক মাদকদ্রব্যের মামলা মাথায় নিয়ে অবৈধ মাদক ব্যবসার টাকায় নামে বে-নামে গড়ে তুলেছেন একাদিক বাড়ী গাড়ী। স্থানীয় বিভিন্ন সূত্রে ও সরোজমিনে ঘুরে জানা গেছে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকার হাজী মাজার বস্তির বাসিন্দা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট মোঃ সাহাবুদ্দিন ওরফে (দাবারু) ও রবিউল ইসলাম বাবু ( কিং বাবু) আওয়ামীলীগ সরকারের পতনের পর বস্তিতে এসে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে বস্তির ঘর-বাড়ি দখলের পাশাপাশি বস্তিবাসীর উপর অত্যাচার করাসহ তার মনোনীত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা নিয়ে জমজমাট ভাবে হিরোইন।

সরেজিনে জানা যায়, ফেন্সিডিল, ইয়াবা, গাজা, দেশী মদের ব্যবসা শুরু করেছে। দেশের বর্তমান অবস্থাকে পুঁজি করে এক সময়কার শীর্ষ মাদক ব্যবসায়ী বর্তমানে তারা নিজেকে একটি রাজনৈতিক বিএনপির দলের শীর্ষ নেতাদের সহযোগী পরিচয়ে সাহাবুদ্দিন ওরফে দাবারু ও রবিউল ইসলাম বাবু (কিং বাবু) তাদের পুরোনো নারী স্যালসম্যান সিন্ডিকেটের মাধ্যমে অনেকটা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী সহ বিভিন্ন থানার একাধিক চার্জসিটভূক্ত মাদক মামলার আসামী এবং দেশের বিভিন্ন থানায় তার নামে রয়েছে একাধিক মাদক মামলা। এছাড়াও সে র‌্যাবের বন্দুক যুদ্ধে নিহত এক সমময়কার শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চুর সহযোগী মাদক কারবারি বাচ্চু নিহত হওয়ার পর থেকে জামালপুর জেলার ইসলামপুর থানার আইরমারী গ্রামের সবল শেখের ছেলে মোঃ সাহাবুদ্দিন ওরফে দাবারু অন্য দিকে টঙ্গী ছেড়ে পালিয়ে যায়।

 আওয়ামীলীগ সরকারের আমলে জামালপুরের এক সাংসদ এবং মন্ত্রীর আর্শিবাদপুষ্ট হয়ে এবং উনার মাধ্যমে মাদকের মামলাগুলো থেকে জামিনে ছাড়া পেয়ে এবং আওয়ামীলীগ সরকারে পতনের পরপরই টঙ্গীতে ফিরে এসে সহোযুগী কিং বাবুকে সাথে নিয়ে ভরান হাজী মাজার বস্তিতে আধিপত্ত্য বিস্তারের মাধ্যমে পূণরায় মাদক ব্যবসা শুরু করেছে বলে জানান স্থানীয়রা। অন্য দিকে ময়মনসিংহ মুক্তাগাছা থানা এলাকার রবিউল ইসলাম বাবু কর্মের সন্ধানে টঙ্গী এসে জরিয়ে পরে মাদক ব্যাবসায়। 

মাদক কারবারি দাবারু ও বাবু কে মোটা অংকের টাকা দিয়ে হিরোইন ব্যাবসা চালিয়ে যাচ্ছে হেলেনা। হেলেনার বাড়ীর গেইটের সামনে টিকিট কাউন্টারের মতো হিরোইন বিক্রি করছে হেলেনা। আরেক মাদক ব্যবসায়ী ডাবলু মাদক সম্রাট দাবারুকে মোটা অংকের টাকা দিয়ে মাদক ব্যবসা করছে বলেও এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান এই মুহূর্তে এই মাদক ব্যবসায়ীদের লাগাম টেনে না ধরলে ধংশ হবে সমাজ নষ্ট হবে যুব সমাজ।

এ বিষয় জানতে চাইলে শাহাবুদ্দিন অপরাধ বিচিত্রা প্রতিনিধির সাথে অসালিন বাসায় খালা খালি করেন। প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button