অন্যান্যসংগঠন

ভুঁইফোড় অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ক্রাইম সেক্টর কর্তৃক বিএফএ নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও হলুদ সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর নাম ব্যবহার করে সম্প্রতি ‘বাংলাদেশ ক্রাইম সেক্টর’ নামের একটি ভুঁইফোড় ও অনির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম যে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) কঠোর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

উক্ত তথাকথিত “সংবাদে” বিএফএ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম জড়ানোর মাধ্যমে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে—যা নিছক চরিত্র হনন, বিদ্বেষমূলক অপপ্রচার এবং পেশাজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির একটি অনৈতিক প্রয়াস ছাড়া আর কিছুই নয়। বিএফএ ইতমধ্যে বৃহত্তর স্বার্থে নানাবিধ কাজের জন, ব‍্যপকভাবে সমাদৃত হয়েছে। শহীদ ফরেস্টার সাজ্জাদ ও শহীদ ফরেস্টার ইউসুফ হত্যা মামলার তদারকি, ফরেস্টার এবং ডেপুটি রেঞ্জারদের পদোন্নতি ও বেতন স্কেল আপগ্রেডশন, ঝুঁকি ভাতা, রেশনিং ব্যাবস্থা চালুকরণ সহ -পে কমিশনে লিখিত এবং মৌখিক যোগাযোগ সহ সব ক্ষেত্রে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে ।

ভূয়া ক্রাইম সেক্টর পেইজে বন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিএফএ কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ আমিরুল হাছান, ডেপুটি রেঞ্জার, যুগ্ম আহবায়ক জনাব নাজমুল হাসান ডেপুটি রেঞ্জার, সদস্য সচিব জনাব খান জুলফিকার আলী ডেপুটি রেঞ্জার, জনাব মোঃ নূর এ আলম হাফিজ ডেপুটি রেঞ্জার, জনাব সমীর রঞ্জন সাহা ডেপুটি রেঞ্জার, জনাব সরোয়ার জাহান ডেপুটি রেঞ্জার,জনাব মোঃ হাবিবুল হক ডেপুটি রেঞ্জার, জনাব সাইফুল ইসলাম ডেপুটি রেঞ্জার, জনাব মোঃ ইমদাদুল হক, ডেপুটি রেঞ্জার, জনাব মোঃ তৌহিদুর রহমান, ডেপুটি রেঞ্জার জনাব তানভীর চৌধুরী ফরেস্টারসহ আরো অনেককে জড়িয়ে বিকৃত, অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করেছে। যা সাংবাদিকতার নীতি ও পেশাদারিত্বের সম্পূর্ণ পরিপন্থী। প্রকৃতপক্ষে, এই প্ল্যাটফর্মটি যাচাইবাছাই ছাড়া বিভ্রান্তিকর হাসি রস‍ের পারিবারিক গল্প বানিয়ে তথ্য ছড়িয়ে ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোন ব‍্যাক্তি চাকরির ধারাবাহিকতায় কিংবা বন প্রশাসনিক কোন কাজই হস্তক্ষেপ করেনা বিএফএ। তারপরও মনগড়া গল্প বানানো হচ্ছে।

বিএফএ-এর অবস্থান স্পষ্ট—

প্রকাশিত তথাকথিত সংবাদ মিথ্যা, বানোয়াট, প্রমাণহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এর সঙ্গে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বা এর কোনো নেতৃবৃন্দ এবং সম্মানিত সদস্যের কোনো সম্পৃক্ততা নেই।

আমরা জোর দাবি জানাচ্ছি—

উক্ত ভুঁইফোড় ক্রাইম সেক্টর অনলাইন প্ল্যাটফর্ম প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করবে। অপপ্রচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট লিখিত ক্ষমা প্রার্থনা করবে। ভবিষ্যতে সংগঠন ও ব্যক্তিবিশেষ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সাংবাদিকতার নীতি ও নৈতিকতা প্রতিপালন বাধ্যতামূলক করতে হবে।

সতর্কবার্তা

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন( বিএফএ ) দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে গভীরভাবে সম্মান করে। তবে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা, ভিত্তিহীন অপপ্রচার, স্বার্থসংশ্লিষ্ট নিউজ বানানো এবং ব্যক্তিগত মানহানির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইতিমধ্যে ক্রাইম সেক্টরের নামধারী একজন এডিটর পরিচয় দিয়ে হুমকি ধমকি এবং সমঝোতার জন‍্যে প্রস্তাব রাখেন সমঝোতা না করলে মিথ্যে গল্প চলতেই থাকবে বলে হুমকি দেন। বিএফএ এখানে স্পষ্ট বলতে চায় কোন মিথ্যা বানোয়াট চাঁদাবাজির কাছে মাথা নত করবেনা।

ভবিষ্যতে এ ধরনের মিথ্যা বানোয়াট ও অপপ্রচারমূলক খবর প্রচার বন্ধ না হলে বাংলাদেশ ক্রাইম সেক্টর পেইজের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে বিএফএ আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

বৃহত্তর স্বার্থে এবং ভালো কাজের জন‍্যে সকলের  সহযোগিতা ও পাশে থাকার প্রয়াসেই আমাদের পথ চলা।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button