অন্যান্যঅপরাধআইন ও বিচারআইন, ও বিচারদেশবাংলাদেশ

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন প্রকাশ তোতা’কে  গ্রেফতার করেছে র‌্যাব-৭

এম এ মান্নান : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খুনসহ ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন প্রকাশ তোতা’কে  গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা নং-২৩, তারিখ-১৬ মে ২০০৯ইং ধারাঃ- ৩০২/৩৯৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন প্রকাশ তোতা ফেনী জেলার ফেনী সদর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্গ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন চেওরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলাউদ্দিন প্রকাশ তোতা (২৮), পিতা-মৃত রবিউল হক প্রকাশ রফিক, সাং-মহদিয়া, থানা-সোনাগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button