অন্যান্যঅপরাধআইন ও বিচারআইন, ও বিচারকুমিল্লাচট্টগ্রাম বিভাগদেশ

কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবা সহ সৈকত নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আহসানুজ্জামান সোহেল,(কুমিল্লা):৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে র‌্যাব-১১  এর একটি দল বুড়িচং থানার পাঁচোড়া এলাকায় অভিযানকালে একই এলাকার মৃত সফিকুল হকের পুত্র মোঃ সৈকত খান (৩৪) নামের এক ব্যক্তিকে ২০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। 

র‌্যাব এর একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত সৈকত দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল তাই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button