অন্যান্যদেশবাংলাদেশমিডিয়াশিক্ষা

গাইবান্ধায় সাংবাদিকতা-আইন পেশায় জড়িত শিক্ষকদের তথ্য চাইলো শিক্ষা অফিস

নিজস্ব প্রতিবেদকঃগাইবান্ধায় এমপিওভুক্ত স্কুল- মাদ্রাসার কতজন শিক্ষক গোপনে সাংবাদিকতা বা আইন পেশায় জড়িত -তা জানতে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এ বিষয়ে জেলার ৭টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি পত্র পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়-উপজেলার আওতাধীন সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা অথবা আইন পেশায় যুক্ত আছেন, তাঁদের বিস্তারিত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান-সরকার প্রণীত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা বা অন্য কোনো আর্থিক লাভজনক কাজে যুক্ত থাকতে পারবেন না। এ নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ব্যাপক আলোচনা-সমালোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গাইবান্ধায় এমপিওভুক্ত স্কুল- মাদ্রাসার কতজন শিক্ষক গোপনে সাংবাদিকতা বা আইন পেশায় জড়িত -তা জানতে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস। এ বিষয়ে জেলার ৭টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি পত্র পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button