অন্যান্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে বার্ষিক আন্তঃআইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধনকালে মেয়র

এম এ মান্নান : পেশাজীবীদের সুস্বাস্থ্য নিশ্চিতে খেলাধুলা ও ব্যায়াম প্রয়োজন: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “বর্তমানে পেশাজীবীদের মধ্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, স্থূলতা, মানসিক চাপজনিত সমস্যা, হৃদরোগসহ অসংক্রামক রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

কর্মব্যস্ত জীবন, দীর্ঘসময় বসে কাজ করা এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব এ ধরনের রোগের মূল কারণ। এই অবস্থা থেকে মুক্ত হয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম এবং সক্রিয় জীবনযাপন অপরিহার্য।”

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক আন্তঃআইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, “একজন স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ হিসেবে আমি দৃঢ়ভাবে মনে করি—শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক দৃঢ়তা, মনোযোগ, দলগত চেতনা ও কর্মক্ষমতা বৃদ্ধিতেও খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আইনজীবীদের মতো উচ্চমাত্রার মনোসংযোগ ও মানসিক চাপপূর্ণ পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য নিয়মিত শরীরচর্চা বিশেষভাবে প্রয়োজন।” মেয়র বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সুস্বাস্থ্য ও মানসিক সতেজতা বিচারব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখে। তিনি আইনজীবীদের জন্য এমন ক্রীড়া আয়োজনকে সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং এ ধরনের কার্যক্রম সারা বছরব্যাপী অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। ক্রীড়াঙ্গনের শৃঙ্খলা, দলগত চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

 উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর হোসেন। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের, আহ্বায়ক এড. তারিক আহমেদ, সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি  কাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, , অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া, সাজ্জাদ কামরুল হোসেনসহ বিপুল সংখ্যক আইনজীবী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button