
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বিএফএ আহবায়ক আমিরুল হাছানকে নিয়ে ভুঁইফোড় অললাইন সোস্যালমিডিয়া অপপ্রচার করছে বলে জানায় ভুক্তভোগী । তিনি জানান, আমার ২২ বছরে বন বিভাগে চাকুরিকালে দায়িত্ব পালনের সময়ে কোথাও কোন অনিয়ম হয়নি। কোন অভিযোগের তথ্য এবং সত্যতা পাওয়া যায়নি। আমি সবসময়ে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করেছি যাহা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। আমার পদোন্নতি যথাস্থানে যথা নিয়মে হয়েছে। আমার চাকুরি ডুলাহাজারা সাফারি পার্কে। সাফারি পার্কের বিশেষ বিধিমালা অনুযায়ী রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছি এবং নিয়মিতকরন হয়েছি। বিশেষ বিধিমালাতে স্পষ্ট উল্লেখতার আলোকে আমার পদোন্নতি কার্য সম্পাদান হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে আমার দ্বারা কোন অবৈধ এবং অনৈতিক কার্যকলাপের কোন নজির নাই । ইহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত। বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনে দায়িত্ব নেয়ার পর থেকে নিঃস্বার্থ ভাবে পেশাজীবী মানুষ হিসাবে কাজ করে যাচ্ছি। কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেইনি। মিথ্যা বানোয়াট গল্প বানিয়ে ক্রাই সেক্টর পেইজে দেয়া হচ্ছে। বাংলাদেশ ক্রাইম সেক্টর নামে ভুঁইফোড় অনলাইন ফেসবুক পেইজে আমাকে ও আমার সংগঠনের ছবি সোস্যাল মিডিয়া মান সম্মানহানির জন্য কাল্পনিক মন গড়া তথ্য দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমার চরিত্র হনন, সংগঠনের বদনাম এবং সম্মান হননে পায়তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।



