অপরাধআইন ও বিচারদেশপ্রশাসনরাজধানীরাজনীতি

ওসমান হাদিকে গুলির ঘটনায় সিসিটিভিতে শনাক্ত সন্দেহভাজন, সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজনের পরিচয় বা অবস্থান জানতে সাধারণ নাগরিকদের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেফতারে রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে।

ডিএমপি জানিয়েছে, প্রকাশিত ছবির ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা পুলিশের নির্দিষ্ট নম্বরে জানানোর অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
তথ্য জানানোর নম্বর:

  • উপ-পুলিশ কমিশনার (মতিঝিল): ০১৩২০০০৪০৮০
  • অফিসার ইনচার্জ (পল্টন মডেল থানা): ০১৩২০০০৪১৩২

এর আগে শুক্রবার দুপুরে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ওসমান হাদির ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ঘটনার মোটিভ বা কারণ এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সিসিটিভি ফুটেজে যাকে গুলি ছুড়তে দেখা গেছে, ওই ব্যক্তিকে ঘটনার দিন সকালেই ওসমান হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button