নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিরা রয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানার ১ জন, অন্যান্য সিআর পরোয়ানার ৩ জন, জিআর পরোয়ানার ১ জন, নিয়মিত মামলার ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গণিপুর এলাকার দিপক মজুমদার, জাহানারা, মীরওয়ারিশপুরের বিবি উম্মে সালমা, আলাইয়ারপুরের কবির হোসেন মিলন, বারইচতলের জাহাঙ্গীর (৩০), হাজীপুরের নিজাম উদ্দিন প্রকাশ রুবেল (৩৪), মুন্সিগঞ্জের টঙ্গীপাড়ার মো. পারভেজ (২৮), নাজিরপুরের মহিন উদ্দিন প্রকাশ নান্নু (৩০), মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং পশ্চিম শোলকিয়ার মো. সজিব (২০)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’



