যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরাইলের ফের আর্টিলারি ও বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে আবারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি দখলদার বাহিনী। স্থলভাগে আর্টিলারি গোলার পাশাপাশি এবার জলসীমাতেও লেবানিজ জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা মেহের ও আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ লেবাননের আল-ওয়াজ্জানি এলাকা এবং আল-মাজিদিয়াহর আশপাশের অঞ্চল লক্ষ্য করে ভারী আর্টিলারি হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি চলাকালে এমন হামলায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থলভাগের পাশাপাশি সমুদ্র উপকূলেও আগ্রাসন চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে মাছ ধরার সময় লেবানিজ জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরাইলি নৌবাহিনীর একটি জলযান।
এছাড়া আরও একটি উদ্বেগজনক ঘটনায় দেখা যায়, ইসরাইলি বিমান বাহিনী একটি মাছ ধরার নৌকার খুব কাছে বোমা নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও ভয়াবহ লঙ্ঘন হিসেবে অভিহিত করছেন। বারবার এমন উসকানিমূলক কর্মকাণ্ডে দক্ষিণ লেবানন সীমান্তে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।



