লক্ষ্মীপুরে মাঝরাতে নির্বাচন অফিসে আগুন
অপরাধ বিচিত্রা ডেস্ক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে ঘটা এই ঘটনায় অফিসের গুদামে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভবনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত গোপনে নির্বাচন অফিসের নিচতলায় হানা দেয়। তারা জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থ (পেট্রোল) ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের শিখা জ্বলে উঠলে দায়িত্বরত নৈশপ্রহরী চিৎকার শুরু করেন। তার চিৎকারে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলেও তারা পৌঁছানোর আগেই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সকালে বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুদামের কিছু নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন দ্রুত শনাক্ত হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এদিকে, নাশকতার এই ঘটনার পর থেকে জেলা নির্বাচন অফিস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



