‘সেভেন স্টার’ গ্রুপের হামলায় যুবদল নেতার ছেলের মাথায় ১৬ সেলাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর অভিজাত এলাকা বনানীতে ব্যাডমিন্টন খেলার বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কড়াইল বস্তি কেন্দ্রিক আলোচিত ‘সেভেন স্টার গ্রুপ’-এর সন্ত্রাসীদের চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন স্থানীয় এক যুবদল নেতার ছেলে। আহত ওই তরুণের মাথায় ১৬টি ও হাতে ১৪টি সেলাই দিতে হয়েছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গত ১০ ডিসেম্বর (২০২৫) রাতে বনানী থানাধীন এরশাদ স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম রাজন সরকার (২১)। তিনি বনানী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মো. শাহজাহান সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে এরশাদ স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য ক্লাবের বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নেওয়ার চেষ্টা করে একদল যুবক। এতে বাধা দেন কড়াইল জামাই বাজার ইউনিট বিএনপির সভাপতি নূর ইসলাম মিয়া। অভিযোগ রয়েছে, বাধা দেওয়ায় তাকে ক্লাব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং ক্লাব ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ইকবাল প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত রাজন সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও হেনস্তা করা হয়।
হামলার কিছুক্ষণ আগে অভিযুক্তরা রাজন সরকারের বাড়িতে গিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসে বলে জানান তার বোন মুসকান। এরপর রাত ৯টার দিকে শাহজাহান বাবুর্চির নেতৃত্বে ‘সেভেন স্টার গ্রুপ’-এর সদস্যরা দেশীয় অস্ত্র, বড় ছুরি ও চাপাতি নিয়ে এরশাদ মাঠে জড়ো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা প্রথমে বিএনপি নেতা শাহজাহান সরকারকে লক্ষ্য করে কোপ দিতে গেলে তার ছেলে রাজন তা হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন। এতে তার হাত কেটে যায়। এরপর সন্ত্রাসীরা রাজনের মাথার মাঝ বরাবর চাপাতি দিয়ে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও লাথি মেরে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
দ্রুত উদ্ধার করে রাজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার ক্ষতস্থানে মোট ৩০টি সেলাই দেন। ছেলের রক্তাক্ত অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা শাহজাহান সরকার। তিনি বলেন, ‘‘বাবা হিসেবে ছেলের রক্তাক্ত মাথা দেখা যে কী কষ্টের, তা বলে বোঝাতে পারব না। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।’’
স্থানীয়দের অভিযোগ, কড়াইল এলাকার শাহজাহান বাবুর্চি দীর্ঘদিন ধরে ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি ক্যাডার বাহিনী পরিচালনা করছেন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ ঘটনায় বনানী থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। বনানী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



