অপরাধআইন ও বিচারপ্রশাসনরাজধানীরাজনীতি

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, গ্রেপ্তারের অপেক্ষায় পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং যেকোনো সময় তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘‘ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই তারা গ্রেপ্তার হবে।’’

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। শরিফ ওসমান রিকশাযোগে গন্তব্যে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, গুলিটি শরিফ ওসমানের মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে গুলির কিছু অংশ বা স্প্লিন্টার তার মস্তিষ্কে রয়ে গেছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button