আনোয়ারায় বিপুল ইয়াবাসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম, বাঁশখালী সড়কের বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি চক্র সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় বাঁশখালী, চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব-৭। চেকপোস্টে একটি ভাড়ায় চালিত নম্বরবিহীন সিএনজি অটোরিকশা পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে এতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করেন।
তবে র্যাব সদস্যদের তৎপরতায় ঘটনাস্থলেই তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) এবং একই জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই নারীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



