জাতীয়মানব সম্পদসমাবেশস্বাস্থ্য

কর্ণফুলীতে বিনামূল্যে চশমা বিতরণ, দৃষ্টিশক্তির গুরুত্ব তুলে ধরলেন অধ্যাপক মাহমুদুল হাছান

নিজস্ব প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন ও বোনানজা ক্লাব। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ই ডিসেম্বর (শুক্রবার) কর্ণফুলীর নাসির কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

এর আগে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে যেসব রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, তাদের মধ্যেই এসব চশমা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দৃষ্টিজনিত সমস্যায় ভোগা অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও চশমা গ্রহণ করতে পারেন না।

এই উদ্যোগ তাদের জন্য একটি বড় সহায়তা হয়ে এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন এবং সঞ্চালনায় ছিলেন বোনানজা ক্লাবের সেক্রেটারি আতহার শিহাব জাকি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর ও লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইন।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, চোখ আল্লাহ তায়ালার দেওয়া এক মহামূল্যবান নেয়ামত। এই নেয়ামতের কদর করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা প্রতিটি মানুষের কর্তব্য।

দৃষ্টিশক্তি সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, অধ্যক্ষ ঈসমাইল হাক্কানী এবং বোনানজা ক্লাবের সভাপতি শাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার জিয়া উদ্দিন, স্থানীয় প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ ইমরোজ, সানাউল্লাহ সানি, আবদুল আহাদ, কর্ণফুলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিউদ্দিন কায়েস, আসিফ আমিরী, ফরহাদ আকবরসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টি স্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button