চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের ঝটিকা অভিযানে দেশীয় একনালা বন্দুকসহ কেয়ারটেকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভোর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন-এর দিকনির্দেশনা ও নেতৃত্বে এসআই মোঃ কাউছার হামিদ, এসআই মোঃ আশরাফুল আলম এবং এএসআই মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ৩টা ৪৫ মিনিটে থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ মোঃ এখলাছ মিয়া প্রকাশ ইয়াছিন (৩৭)-কে গ্রেফতার করে। তিনি মৃত নুরুছাফার পুত্র এবং জারিয়া বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা ফটিকছড়ি উপজেলার পাইদং, মনুমিয়া মাতাব্বর বাড়ি, ৩নং ওয়ার্ড, ৬নং ইউনিয়ন। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার, মুক্তিযোদ্ধা জিরো পয়েন্ট সংলগ্ন ফরেস্টের পাহাড় এলাকায় ডা. সলিমুল্লাহর বাড়ির কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন।
গ্রেফতারের সময় আসামির হেফাজত ও দখল হতে ০১টি দেশীয় কাঠের বাটযুক্ত লোহার তৈরী একনালা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ২৪.৫ ইঞ্চি, এতে ট্রিগার সংযুক্ত রয়েছে এবং ব্যারেল ও বাট অংশ লাল কসটেপ দ্বারা মোড়ানো ছিল বলে পুলিশ জানায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধভাবে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-১৭, তারিখ-১২/১২/২০২৫, The Arms Act, 1978 এর ১৯(এ) ধারায় মামলা রুজু করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



