ট্যুরিস্ট পুলিশ স্থায়ী ঘাঁটি পাচ্ছে চট্টগ্রাম সিডিএ বোর্ডে উঠেছে জমি হস্তান্তরের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়ন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা হস্তান্তরের বিষয়টি অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্মেলন কক্ষে আয়োজিত এ দ্বিপাক্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম।
সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা হস্তান্তর সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক উপস্থিত থেকে বিষয়টির প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি জানান, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য পূর্বে ০১ একর জমি ক্রয় করা হলেও পরবর্তীতে কালুরঘাট পতেঙ্গা মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পের জন্য সিডিএ কর্তৃক জমিটি অধিগ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে চর রাঙ্গামাটিয়া মৌজায় সিডিএ কর্তৃক ক্রয়কৃত বিকল্প জমি এখনও ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর হয়নি, যা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক দ্রুততম সময়ের মধ্যে সিডিএর নিজস্ব জমি অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে জমি ক্রয় করে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের কাছে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানান।
এ সময় বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান ট্যুরিস্ট পুলিশের সারাদেশব্যাপী চলমান কার্যক্রম ও পর্যটন নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন,সরকারি প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন পর্যটন নিরাপত্তা ও সেবার ধারাবাহিকতা রক্ষায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তিনি এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
জবাবে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন,জমি অধিগ্রহণ, ক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করতে হয়।তিনি আশ্বাস দেন যে,পরবর্তী বোর্ড মিটিংয়ে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য প্রাপ্য জমির বিষয়টি উত্থাপন করা হবে এবং বোর্ডের অনুমোদন সাপেক্ষে মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অত্র সভায় উপস্থিত ছিলেন,সভায় আরও উপস্থিত ছিলেন ,প্রকৌশলী মোঃ আবু ঈশা আনসারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিডিএ
মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি,মোঃ ফেরদৌস হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিএমপি,মোঃ ফয়সাল, উপ-পুলিশ কমিশনার, সিএমপি,স্বপন কুমার আইচ, পুলিশ পরিদর্শক (ইনচার্জ),সিডিএ ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,এই সভাকে চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশের স্থায়ী অবকাঠামো নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুতই ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে, যা পর্যটন নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।



