Uncategorizedঅন্যান্যঅপরাধঅভিযানআইন-শৃঙ্খলামাদক

সোনারগাঁয়ের কাচঁপুরে আকিব ও নবিরের নেতৃত্বে জমজমাট মাদক ব্যবসা

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ (নারাণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে মাদক সম্রাট আকিব ও নবির হোসেনের নেতৃত্বে জমে উঠেছে মাদকের রমরমা ব্যবসা। দীর্ঘদিন যাবত কাচঁপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুর মাঠে পূর্ব কোণে ও চেঙ্গাইন রোডের ফ্যান ফ্যাক্টরীর সামনে কাচঁপুরের একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আকিব ও নবীর ফেনসিডিল,গাঁজা ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রির হাট বসিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর এলাকার চেঙ্গাইন রোড সংলগ্ন ফ্যান ফেক্টরীর পিছনে চলে ফেনসিডিলের আদান প্রদানের ব্যবসা। সন্ধ্যা হলেই কাচঁপুর বালুর মাঠে বসে আসর। বিভিন্ন স্থান থেকে যুবকরা মোটর সাইকেল যোগে এসে প্রতিনিয়ত মাদক সেবন করছেন। স্থানীয় যুবকদের পাশাপাশি পাশ্ববর্তী রুপগঞ্জ ও আড়াইহাজার থেকে বহিরাগতরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগেও শুধু বালুর মাঠই ছিল ফেনসিডিল কেনাবেচার নির্দিষ্ট স্থান। বর্তমানে তা ইউনিয়নের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মুঠোফেনে যোগাযোগ করা হলে আকিব-নবীরের কিশোর গং সদস্যরা নির্দিষ্ট স্থানে পৌছে দেন মাদক। কথিত রয়েছে সোনারগাঁ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)কে মাসোহারা দিয়েই চলছে এ মাদক ব্যবসা।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকার বাসিন্দা আকিব ও নবীর হোসেনের নামে সোনারগাঁ, সিদ্দিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও চোরচালানীর মামলা রয়েছে। দুইজনই একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

মাদক ব্যবসায়ী আকিবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আগে মাদক ব্যবসা করতাম এখন করি না। একটি চক্র আমাকে ফাসাঁতে এধরনের তথ্য প্রচার করতেছে। নবীর হোসেন ফেনসিডিলের ব্যবসা করলেও আমি এ ব্যবসা করিনা।

তিনি আরও বলেন, এই ব্যবসা করলে থানা পুলিশ ও ডিবি পুলিশকে ম্যানেজ করেই করতে হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিববুল্লাহ বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।আকিব ও নবীর সহ মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button