Uncategorizedঅন্যান্যআইন-শৃঙ্খলাজাতীয়ঢাকাদেশপ্রশাসনরাজধানীরাজনীতিহত্যাকান্ড

ওসমান হাদির ওপর হামলাকারীরা প্রশিক্ষিত কিলার—নতুন করে সেই প্রশ্ন উঠেছে।

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামনে আসা এই নতুন ও তুলনামূলকভাবে ক্লিয়ার ছবিটি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়—এতে থাকা দু’জনের কারও চোখে চশমা নেই, হাতে কোনো নি *র্দিষ্ট বা শনাক্তযোগ্য ঘড়িও পরিলক্ষিত হয় না। গুলি চালানোর মূল কাজটি করেছে মূলত পেছনে বসা ব্যক্তি, যার পরনে ছিল ব্লেজার ও প্যান্ট—একটি পরিকল্পিত ও সচেতন উপ *স্থিতির ইঙ্গিত দেয়।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগে যেসব ছবি ঘুরপাক খাচ্ছিল, তার সঙ্গে এই ছবির কিছু স্পষ্ট অমিল চোখে পড়ে। এখান থেকেই প্রশ্ন উঠে—এটি কি আরও সু *চারুভাবে পরিচালিত, পেশাদার কোনো অপারেশনের অংশ?

তাহলে কেন আমরা তাদের ট্রেইনড বা প্রশিক্ষিত কিলার বলছি?

দুটি ছবি ভালোভাবে মিলিয়ে দেখলেই বোঝা যায়—এখানে এমন কোনো দৃশ্যমান উপাদান নেই, যার মাধ্যমে তাদের সহজে শনাক্ত করা সম্ভব। পোশাক, আ নুষঙ্গিক জিনিসপত্র, এমনকি বাইক—সবকিছুই যেন পরিকল্পিতভাবে পরিচয়হীন রাখা হয়েছে। অনেকে বলছেন, পেছনের বাইকের নাম্বার শনাক্ত করাই মূল চাবিকাঠি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস—তারা আদৌ বাইকে নাম্বার রেখেছিল কিনা, সেটাই বড় প্রশ্ন।

সর্বোপরি, এই ঘটনার সঠিক মূল্যায়নের জন্য দু’জন হামলাকারীর প্রকৃত পরিচয় বের করাটাই সবচেয়ে জরুরি। সত্য উদঘাটনে আমরা সবাই যদি সচেতনভাবে চেষ্টা করি, তথ্য বিশ্লেষণ করি এবং দায়িত্বশীল ভূমিকা রাখি—ইনশাআল্লাহ, সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button