জাতীয়নির্বাচনপ্রশাসনরাজনীতি

ভোট নিয়ে কোনো আপস নয় রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময়ে প্রশাসনের কঠোর অবস্থান

মুহাম্মদ জুবাইর

সুষ্ঠু নির্বাচনে সন্ত্রাস গুজব ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলায় সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক যৌথ মহড়া ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা সন্ত্রাস গুজব কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে এমন স্পষ্ট ও শক্ত বার্তা দেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে।
চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর ২০২৫। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রাউজান উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী নিরাপত্তা বিষয়ক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের বিষয় নয় বরং এটি আগামী একশ’ বছরের বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বহু ত্যাগের মধ্য দিয়ে ভোটাধিকার অর্জন করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক সময়ের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র কখনো সহজে আসে না। মানুষ আর রক্তপাত দেখতে চায় না তারা শান্তিতে বসবাস করতে চায় একটি নিরাপদ রাষ্ট্র চায়।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে ব্যক্তি নয় প্রতিষ্ঠান শক্তিশালী হবে। প্রশাসন কোনো ব্যক্তির পক্ষে নয় বরং সংবিধান আইন ও জনগণের পক্ষে থাকবে। কোনো চাপ কোনো রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তিগত সুবিধার কাছে যেন কেউ নিজের বিবেক ও মেরুদণ্ড বিক্রি না করেন ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, প্রশাসন কঠোর হতে চায় না কিন্তু কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিবেশ তৈরি করে তাহলে কঠোর হতে প্রশাসন বাধ্য হবে। ভোটকেন্দ্র থেকে শুরু করে ফলাফল ঘোষণার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, রাউজানে ভোটের পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। কেউ অস্ত্র দেখিয়ে ভোট প্রভাবিত করতে পারবে না কেউ ভয়ভীতি সৃষ্টি করতে পারবে না।

পুলিশ সুপার জানান, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান শুরু হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী বালু সন্ত্রাসী কিশোর গ্যাং এবং পেশাদার অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে নির্বাচনকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম এবং রাউজান থানার অফিসার ইনচার্জসহ প্রশাসন নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাউজান উপজেলা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত গাড়িবহর প্রদর্শন করা হয়। এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র নিরাপত্তা রাস্তাঘাটে টহল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করা হয়।
সভায় জানানো হয়, রাউজান উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৫টি ভোটকেন্দ্রে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ আনসার ভিডিপি র‍্যাব ও অন্যান্য সহায়ক বাহিনী মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মকর্তারা জানান, ভোট গ্রহণের আগের দিন থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বলয় বজায় থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য।
সভা শেষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত উদ্যোগ পেশাদারিত্ব ও কঠোর নজরদারির মাধ্যমে রাউজানে একটি শান্তিপূর্ণ নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা অর্জন করেই এই নির্বাচন সম্পন্ন করতে চায় প্রশাসন এমন প্রত্যয়ও ব্যক্ত করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button