
স্টাফ রিপোর্টার: অনুসন্ধানমূলক সাংবাদিকতা সাংবাদিকতার প্রাণ। তবে এই পথে সবার পক্ষে হাঁটা সম্ভব নয়—কারণ প্রয়োজন দক্ষতা, সাহসিকতা, সত্য অনুসন্ধানের দৃঢ়তা এবং ঝুঁকি মোকাবিলার মানসিকতা। এসব গুণের সমন্বয়েই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হাবিব সরকার স্বাধীন দীর্ঘদিন ধরে অপরাধভিত্তিক সাপ্তাহিক অপরাধ বিচিত্রা-তে সফলভাবে কাজ করে আসছেন।
রাষ্ট্রীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের নানা অনিয়ম যখন চরমে, তখনও তিনি নির্ভয়ে কলম ধরেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালেও তার অনুসন্ধানী প্রতিবেদন নিয়মিত প্রকাশিত হয়। ঢাকা শহরের শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট নিয়ে প্রতিবেদন করায় একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন তিনি।
আওয়ামী স্বৈরাচার সরকারের শীর্ষ লুটেরা পুলিশদের অন্যতম এক বনানী থানার ওসির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দীর্ঘ কারাবাসও ভোগ করতে হয়। তবুও দমে যাননি—বরং আরও দৃঢ়ভাবে শুরু করেন তার অনুসন্ধানী কর্মযজ্ঞ।
সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতে তিনি রাজধানীর খিলক্ষেতে প্রতিষ্ঠা করেন ‘খিলক্ষেত প্রেস ক্লাব’। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সংগঠনের পক্ষ থেকে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে জীবন ঝুঁকিতে রেখে ঢাকা–গাজীপুরের মাঠে ছুটে বেড়িয়েছেন। তবে এর পরও বিভিন্ন স্বার্থান্বেষী গণমাধ্যম তার বিরুদ্ধে অনুসন্ধান ছাড়াই উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করছে। সম্প্রতি এক নবীন সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেছেন। অনেকের মতে, সাংবাদিকতায় প্রবেশ করেই সিনিয়র সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা অত্যন্ত অনুচিত। সমগ্র পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে—একটি বিশেষ মিডিয়া চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিয়মিতভাবেই হাবিব সরকার স্বাধীনকে হয়রানি ও বিভ্রান্তির জালে ফাঁসানোর চেষ্টা করছে।


