সিলেট

সিলেটে সাংবাদিকের উপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব  প্রতিবেদক: সিলেটের শাহপরান থানার উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছ গ্রাম এলাকায় মঈন উদ্দিন নামের স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা, মারধর ও প্রকাশ্যে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মঈন উদ্দিন ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এসএমপির শাহ্পরান (রহ:) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আখতার হোসেন ইয়াবা ব্যবসায়ী

অভিযোগে তিনি উল্লেখ করেন— দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় শাহ্পরান থানা এলাকার মাদক ব্যবসায়ী, ভূমিখেকো, টিলাখেকো, ছিনতাইকারী, জালিয়াতের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করার জেরে ঐ অপরাধীরা তাকে মেরে ফেলার জন্য মোবাইলে এবং বাড়ীতে এসে হুমকি দেয়। বিষয়টি বার বার লিখিতভাবে থানাকে অবগত করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আবারও ৪ জনের নাম উল্লেখ করে আরেকটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, ৪ ডিসেম্বর রাত দুপুর ২.০০ ঘটিকার সময় বাড়ী থেকে বের হয়ে তিনি উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ  গ্রাম এলাকার আবেদ আলীর বসতবাড়ির সামনে মেইন সড়কে পৌঁছালে পূর্ব-পরিকল্পিতভাবে কয়েকজন লোক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে। তিনি আরো বলেন, এ সময় ১–২ জন হামলাকারী তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করে। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

এ হামলার পর তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলে জানান।

অভিযোগপত্রে হামলাকারীদের নাম-পরিচয়ও উল্লেখ করেছেন তিনি। এ বিষয়ে তিনি আইনগত সুরক্ষা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। হামলা কারীরা হচ্ছে মাদক ব্যবসায়ী আখতার হোসেন (৩৫),পিতা-আব্দুল জলিল, আবজাল হোসেন(৩৫), সাজন মিয়া(৩০), উভয় পিতা- মলাই মিয়া, সুজন মিয়া(৩০), পিতা- অজ্ঞাত,  সর্বসাং-সুরমা গেইট, থানা- শাহ্পরান, এসএমপি সিলেট।

মোঃ মঈন উদ্দীন, সাংবাদিক

উল্লেখ্য কিছু আগে মাদক ব্যবসায়ী আখতা হোসেন তাকে বাড়ীতে এসে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়।  এই হুমকির বিষয়ে গত ১৭ নভেম্বর সিলেট এডিশন নামের একটি অনলাইন নিউজ পোর্টাল  “সিলেটে স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিনকে মাদক ব্যবসায়ী আক্তার,র প্রাণনাশের হুমকি!” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এসএমপির পুলিশ কমিশনার তাৎক্ষণিক নির্দেশে তৎকালীন ওসি মনির হোসেন অভিযান পরিচালনা করে আখতারকে আটক করেন। আটকের পর রাত ১.০০ ঘটিকার সময় মঈন উদ্দিনকে মামলা দিতে বলেন তখন মঈন উদ্দিন ১৮ নভেম্বর দুপুরে অভিযোগ দিতে গেলে, থানার সামনে গিয়ে দেখেন ঐ এলাকার সকল মাদক ব্যবসায়ী একজোট হয়ে মঈন ঊদ্দিনকে খোজছে। তখন তিনি ভয়ে অভিযোগ না দিয়ে ফেরত চলে আসেন। ঐদিন রাতেই ওসি মনির হোসেনকে বড় অংকের বখরা দিয়ে আখতার থানা থেকেই  বের হয়ে আসে। বেড়িয়ে এসে মঈন উদ্দিনকে মেরে ফেলতে ভাড়াটিয়া খুনি সুজনকে হাত করে গত ৪ ডিসেম্বর মঈন উদ্দিন এর উপর হামলা চালায়।

অভিযোগ দেওয়ার ৫ দিন অতিবাহিত হলেও এ প্রতিবেদন লিখা পর্যন্ত পুলিশ তদন্তে যায়নি। বরং অভিযোগ দেওয়ার পর এখন আরো বেপরোয়া হয়ে তাহার রুপন করা শতাধিক গাছ কেটে ফেলেছে হামলাকারীরা। শুধু তাই নয় এখন তাহার বাড়ীতে এসে আবারও হত্যার হুমকি দিচ্ছে।  যে কোন সময় সাংবাদিক মঈন ঊদ্দিনকে আখতার-সুজনগংরা মেরে ফেলতে পারে।

সাংবাদিক মঈন উদ্দিন এই প্রতিবেদককে আক্ষেপ করে বলেন গত ১ বছরে ১০টি লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোন অভিযোগের সুরাহা হয়নি বরং অভিযোগের বিপরীতে ৬/৭ বার আমার উপর হামলা করে মারধর ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে, পুলিশ কয়েকবার ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও অদৃশ্য শক্তির কারণে আইনের প্রয়োগ হচ্ছেনা। অবস্থা দেখে মনে হচ্ছে আমি মঈন উদ্দিনকে মেরে ফেলা হলে পুলিশ আইন প্রয়োগ করবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button