আইন-শৃঙ্খলাজাতীয়প্রশাসন

আনোয়ারা–কর্ণফুলীর আইনশৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত আইজির সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) আহসান হাবিব পলাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম। রবিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে আনোয়ারা ও কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু, চাঁদাবাজ ও চিহ্নিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশি তৎপরতা জোরদার এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সরওয়ার জামাল নিজাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি আহসান হাবিব পলাশ বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাসান বারী নুর এবং সাবেক ছাত্রনেতা ও আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শরীফ মুহাম্মাদ কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button