আইন-শৃঙ্খলাজাতীয়

গৌরনদীতে সংবাদ প্রকাশ ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার

এস এম নজরুল ইসলাম

বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে ভাঙ্গারির দোকানে সরকারি বই ক্রয়-বিক্রয়ের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে উকিল নোটিশ জারির পাশাপাশি গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও উকিল নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মামুন সিকদারের মালিকানাধীন একটি ভাঙ্গারির দোকানে সরকারি বই ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে স্থানীয় একাধিক সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদার ও তার সহযোগী সংবাদকর্মী মাকসুদ আলী সুমন পরস্পর যোগসাজশে সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এমনকি ওই ভিডিওতে পরিকল্পিতভাবে কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে বক্তব্য শিখিয়ে দিতে দেখা যায় যা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদার দীর্ঘদিন ধরে সরকারি বইসহ বিভিন্ন চোরাই ও সন্দেহজনক মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এসব কর্মকাণ্ডে কথিত সংবাদকর্মী মাকসুদ আলী সুমন তাকে সহযোগিতা করে আসছেন।
থানায় অভিযোগকারী ‘চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মাসুদ সরদার বলেন, ‘উপজেলা প্রশাসন ওই ভাঙ্গারির দোকানে অভিযান দিলে খবরপেয়ে আমি ও আমার কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে কিছু ছবি ও ভিডিও চিত্র ধারন করে চলে আসি এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করি। পরবর্তীতে সোমবার সকালে জানতে পারি আমাদের কয়েকজন সংবাদকর্মীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে সাামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সত্য প্রকাশের কারণে আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে যা সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।
অপর সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, সরকারি বই ভাঙ্গারিতে ক্রয়-বিক্রয়ের বিষয়টি জনস্বার্থে প্রকাশ করায় আমি ও আমার সহকর্মীদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। এ কারণে অভিযুক্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে উকিল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগ প্রসঙ্গে কথিত সংবাদকর্মী মাকসুদ আলী সুমন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোটিশ জারীর পক্ষের বরিশাল জজ কোর্টের আইনজীবী এস.এম রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ‘আমার মক্কেল সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদারের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button