জাতীয়প্রশাসন

চট্টগ্রাম স্টেডিয়ামে বিজয় প্যারেডে শৃঙ্খলা ও দেশপ্রেম

মুহাম্মদ জুবাইর

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য প্যারেড কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে। জাতির গৌরবময় বিজয়ের এই দিনে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় এক অনন্য দেশপ্রেমের আবহ যেখানে লাল সবুজের পতাকায় রঙিন হয়ে ওঠে পুরো পরিবেশ।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন ড. মো: জিয়াউদ্দীন কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম। তাঁর দৃপ্ত অভিবাদনে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বাহিনী ও সংগঠনগুলোর মাঝে নতুন উদ্দীপনা সঞ্চারিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি আহসান হাবিব পলাশ ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ এবং মোহাম্মাদ নাজির আহমেদ খান পুলিশ সুপার চট্টগ্রাম। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সু-সংগঠিত কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে। কুচকাওয়াজে অংশগ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশ বাংলাদেশ আনসার কন্টিনজেন্ট বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা দল বাংলাদেশ জেল কন্টিনজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বাদক দল বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস দল নৌ রোভার স্কাউটস দল গার্লস গাইড চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এবং সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

কুচকাওয়াজ শেষে মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগ ও বিজয়ের গল্প। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত ডিসপ্লে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সু-শৃঙ্খল আয়োজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে চট্টগ্রামে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠান পরিণত হয় স্মরণীয় এক উৎসবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভরে ওঠে পুরো চট্টগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button