
মো: রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সহকারী এক শিক্ষক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসাকে কেন্দ্র করে। অভিযোগের মুখে পড়া শিক্ষক হলেন তালহা খান। তিনি ওই প্রতিষ্ঠানে আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাদ্রাসা ও স্থানীয় সূত্র জানায়, হাজীগঞ্জ উপজেলার রবিদাসপাড়া এলাকার বাসিন্দা তালহা খান ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি বিবাহিত হলেও সম্প্রতি নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর অস্বাভাবিক ঘনিষ্ঠতা লক্ষ্য করেন সহপাঠী ও স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, গত রোববার (৭ ডিসেম্বর) ওই শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে তার বাড়ি থেকে চলে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মাদ্রাসা কর্তৃপক্ষের পাশাপাশি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের মো. রুহুল আমিন জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে গত ১৪ ডিসেম্বর ডাকযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, “একজন বিবাহিত শিক্ষক হয়ে শিক্ষার্থীর সঙ্গে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি প্রকাশের পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।



