অন্যান্যজাতীয়প্রশাসন

মহান বিজয়ের প্রহরে কাট্টলীতে বীর শহিদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

মুহাম্মদ জুবাইর

১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কাট্টলীতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, চট্টগ্রাম। রাত পেরিয়ে নতুন দিনের সূচনালগ্নে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন ও গম্ভীর পরিবেশ। লাল সবুজের পতাকার আলোকে বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ করে জাতির পক্ষ থেকে জানানো হয় চিরন্তন কৃতজ্ঞতা।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কখনো বৃথা না যায় সেই প্রত্যয়ে সকলে একাত্মতা প্রকাশ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মহান মুক্তিযুদ্ধ কেবল একটি ইতিহাস নয় এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আজকের প্রজন্মের জন্য গৌরব ও দায়িত্ব উভয়ই। বীর শহিদদের ত্যাগ স্মরণ করে দেশকে একটি বৈষম্যহীন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানকালে উপস্থিত কর্মকর্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। দুর্নীতিমুক্ত সুশাসন সামাজিক ন্যায়বিচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক গড়ে তোলাই হবে মহান বিজয় দিবসের অঙ্গীকার। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তাঁরা।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। নিরবতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বীর শহিদদের প্রতি সম্মান জানানো হয়।

উল্লেখ্য প্রতি বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চট্টগ্রামসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে জাতি স্মরণ করে সেই অবিস্মরণীয় বিজয়ের ইতিহাস। কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি বিজয় দিবসের সূচনালগ্নে বীর শহিদদের প্রতি জাতির গভীর ভালোবাসা ও অটুট শ্রদ্ধার এক অনন্য প্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button