
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত ও জনসমাগমপূর্ণ এলাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকবাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদে কঠোর অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এই অভিযানে ৬০টি অস্থায়ী দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়, যার ফলে পথচারী ও রোগীসহ সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
মহানগরীর যানজট ও জনদুর্ভোগ নিরসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড এবং কেয়ারী ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারী লেইন এলাকায়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ফলে একদিকে যেমন যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল, অন্যদিকে রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল।
বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জরুরি রোগী পরিবহন,অ্যাম্বুলেন্স চলাচল এবং পথচারীদের নিরাপদ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে জনস্বার্থে অভিযান জোরদার করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টিকারী ৬০টি অবৈধ দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপের কাছে নতি স্বীকার না করে অবৈধ দখল উচ্ছেদে চসিক জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পরে এই এলাকায় হাঁটার মতো জায়গা পাওয়া গেল। বিশেষ করে হাসপাতাল এলাকায় এমন অভিযান খুবই জরুরি ছিল।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



