আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে মাঠে নেমেছেন দুই ম্যাজিস্ট্রেট

নিজস্ব সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নেমেছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক, চট্টগ্রামের নির্দেশনায় ভোট গ্রহণের পূর্ব প্রস্তুতি হিসেবে এবং নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আচরণবিধি কার্যকর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় তারা ম্যাজিস্ট্রেটিয়াল দায়িত্ব পালন করবেন।
নিযুক্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন, দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনোয়ারা এবং মো. মঈনুল হাসান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
এ সময় তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ প্রচারণা, পোস্টার-ব্যানার স্থাপন, সভা-সমাবেশে বিধি বহির্ভূত কার্যক্রমসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।



