অভিযানআইন-শৃঙ্খলাচট্টগ্রামজাতীয়

কোতোয়ালীতে সাজা এড়াতে পলাতক মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ কোতোয়ালী থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন রুবি আক্তার ওরফে মুন্নি নামে এক নারী মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামী।

পুলিশ সূত্রে জানা যায় কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ জাকের হোসেন এএসআই সোহেল আহমেদ ও এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কোতোয়ালী থানা এলাকার সিনেমা প্যালেস সংলগ্ন এলাকা থেকে সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবি আক্তার ওরফে মুন্নি স্বামী মোহাম্মদ সাজু পিতা পেয়ার মোহাম্মদ এবং মাতা মরহুম মনোয়ারা বেগম। তার বাড়ি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নম্বর ০১ (৫) ১৬ এর মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মামলার জিআর নম্বর ২৬৩ ১৬ এবং টিআর নম্বর ৫২৭ ১৬। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারে গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক নির্মূলে সিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button