জাতীয়নির্বাচনপ্রশাসন

জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না: হাজীগঞ্জে জেলা প্রশাসকের হুঁশিয়ারি

নিজিস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট কারসাজি কিংবা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাজনৈতিক দলের নেতারা সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক। দায়িত্বে গাফিলতি কিংবা পক্ষপাতিত্ব প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আ. জব্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button