আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

থানা লুটের এক বছর পর রহস্যভেদ মাটির নিচে পোঁতা বিদেশি পিস্তল উদ্ধার গ্রেফতার ১

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মহানগরের থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের রহস্য উন্মোচন করল সিএমপি মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) বিভাগ। প্রায় এক বছর পর ঢাকা ও লক্ষ্মীপুরে টানা অভিযানে থানা থেকে লুন্ঠিত একটি সচল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।উদ্ধারকৃত অস্ত্রটি দীর্ঘদিন মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটনের সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের কাছে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সূত্রে তথ্য আসে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি এখনো একজনের কাছে রয়ে গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে একটি চৌকস ডিবি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানাধীন এলাকা থেকে সুমন হোসেন (২৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে একটি লুটকৃত সরকারি পিস্তল ও ম্যাগাজিন থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযানের ধারাবাহিকতায় ডিবি টিম আসামীকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় অভিযান পরিচালনা করে। আসামীর দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিক বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি খালি ৯ এমএম ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়।

পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন হোসেন উদ্ধারকৃত বিদেশি পিস্তলের বৈধতা বা উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি।এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৫, তারিখ ২০ ডিসেম্বর ২০২৫।

প্রাথমিক তদন্তে আরও জানা যায়,উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতারের এই ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অন্যান্য অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button