শহীদ হাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: এনাম মেডিক্যাল অধ্যাপক সাময়িক বরখাস্ত

মাহবুব আলম মানিক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাভার এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ সে ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তা একজন শহীদের মর্যাদা ও জনমনে বিরূপ প্রভাব ফেলে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
এনাম মেডিক্যাল কলেজের প্রশাসন আরও জানায়, প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা রক্ষা করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। এ ধরনের আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদীর অনুসারী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, শহীদের সম্মান রক্ষায় এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ জরুরি ছিল। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে বরখাস্তকৃত অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



