গাইবান্ধায় যুবলীগ নেতা সাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সাজ্জাদুল মন্ডল সাজু (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
গ্রেফতারকৃত সাজ্জাদুল মন্ডল সাজু উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধর্ববাড়ী এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর বিকাল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া হাটে থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হারুনসহ তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উক্ত মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাজ্জাদুল মন্ডল সাজুকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সাজ্জাদুল মন্ডল সাজুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ জানুয়ারি গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চারমাথায় গোলাপবাগ দারুল ফোরকান ট্রাস্ট ও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ অক্টোবর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর নুরন্নবী প্রধান বাদী হয়ে ৫৬ জনের নামে থানায় মামলা করেন। এছাড়া মামলায় আরও অজ্ঞাতনামা ১৫০/১৬০ জনকে আসামি করা হয়েছে।



