সংবাদ প্রকাশের পরও অবৈধ বালু মহলে প্রশাসনের নীরবতা

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত বালু মহলের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রশাসনিক অভিযান না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার বৈরাগ, আনোয়ারা সদর, রায়পুর, জুঁইদণ্ডী, হাইলধর, গহিরা, চাতরীসহ একাধিক ইউনিয়নের নদী ও খাল থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, উপজেলার অন্তত ২০টিরও বেশি স্থানে দিন রাত নির্বিঘ্নে বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে ভারী যন্ত্রপাতি ও ডাম্পার ট্রাক ব্যবহার করে অবাধে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীভাঙন বেড়ে গিয়ে কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। পাশাপাশি ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাতভর শব্দদূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
উল্লেখ্য, এর আগে “আনোয়ারায় বিশটির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নিরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাবাসী দ্রুত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেছিলেন। তবে সংবাদ প্রকাশের কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান কিংবা প্রশাসনিক তৎপরতা না থাকায় জনক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি,
“সংবাদকর্মীদের দায়িত্ব হলো সমাজের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড তুলে ধরা, আমরা সেই দায়িত্ব পালন করেছি। এখন প্রশাসনের দায়িত্ব এসব তথ্যের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। প্রশাসন কেন নীরব রয়েছে, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অবৈধ বালু মহলের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। তবে অভিযান কবে নাগাদ এবং কোন কোন এলাকায় পরিচালিত হবে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সূচি বা বিস্তারিত তথ্য বলেননি।



