গাইবান্ধারংপুর

গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার প্রতারণা, ৬ কোটি টাকার প্রজেক্ট দেয়ার প্রলোভন

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন সঞ্জুর প্রতারণার শিকার হয়েছেন মহিলা কলেজের অফিস সহায়ক কোরবান আলী। ৬ কোটি টাকার ইউরোপিয়ান প্রজেক্ট দেয়ার প্রলোভন দিয়ে কোরবান আলীর ৫২ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাৎ করেছে জালাল উদ্দিন সঞ্জু। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিনেও প্রজেক্ট দিতে না পারায় কোরবান আলী টাকা ফেরত চাইলে প্রতারক সঞ্জু তাকে নানা ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী কোরবান আলী রোববার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কোরবান আলী উল্লেখ করেন, তিনি গাইবান্ধা সরকারি মহিলা কলেজে অফিস সহায়ক পদে চাকরি করেন। পার্শ্ববর্তী গ্রামের ধনারপাড়ার  মৃত মোজাম্মেল হকের ছেলে আওয়ামী নেতা জালাল উদ্দিন সঞ্জু তার বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। তিনি সংঘ নামের একটি সংগঠনের প্রজেক্টে চাকরি করতেন। ৬ কোটি টাকার ইউরোপিয়ান মিনি প্রজেক্ট নিয়ে দেয়ার কথা বলে তিনি কোরবান আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশ নম্বরে বাহান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শত টাকা নেন। এছাড়া প্রজেক্টের নমিনী করার কথা বলে কোরবান আলীর স্বাক্ষরিত ১শ টাকা মূল্যের ৬টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও দুটি চেকের পাতা নেন।

প্রজেক্ট না দিয়ে সময়ক্ষেপন করতে থাকলে প্রতারণা বুঝতে পেরে কোরবান আলী টাকা ও স্ট্যাম্প ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর গত ২৫ জুন তিনি সঞ্জুর বাড়িতে গিয়ে চেকের পাতা ও টাকা চাইলে প্রকাশ্যে তাকে খুন করার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। স্থানীয় ব্যক্তি ও ইউপি চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করার জন্য সভা আহবান করলেও সভায় সঞ্জু হাজির হননি। পরে ফুলছড়ি থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা পেলেও সঞ্জুকে গ্রেফতার করতে পারেনি।

সংবাদ সম্মেলনে কোরবান আলী জানান, ব্যাংক, ব্যক্তি, এনজিওর কাছ থেকে সুদ ও তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সঞ্জুকে টাকা দিয়েছেন। এছাড়াও স্ত্রীর চাকরির একাউন্ট ও তার একাউন্ট থেকেও ঋণ নিয়েছেন।  এমতাবস্থায় কোরবান আলী ও তার স্ত্রী বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি ঋণের সুদের টাকা দিতে না পারায় মানুষের ভয়ে বাড়িতে থাকতে পারছেন না।

অসহায় কোরবান আলী এব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে প্রতারক জালাল উদ্দিন সঞ্জুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোরবান আলীর স্ত্রী নুরন্নাহার বেগম ও মেয়ে উম্মে কুলসুম কনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button