
মুহাম্মদ জুবাইর
ধানের শীষ আপনাদের ছিল,আছে এবং থাকবে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ব্যক্তিগত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামার কোনো বিকল্প নেই।এমন দৃঢ় আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড,আকবর শাহ ও পাহাড়তলী আংশিক আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
আজ সোমবার বিকেলে ফৌজদারহাটে নিজ বাসভবনে আয়োজিত নেতাকর্মীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দীর্ঘ নয় বছর কারাভোগের পর রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠা এই বিএনপি নেতা বলেন,ধানের শীষ কেবল একটি প্রতীক নয় এটি গণতন্ত্র,ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতীক।
আসলাম চৌধুরী বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র, উন্নয়ন ও আত্মমর্যাদাভিত্তিক যে আধুনিক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা আঁকড়ে ধরেই দেশকে এগিয়ে নিয়ে গেছেন।আপসহীন নেতৃত্বের কারণেই দেশের মানুষ তাঁকে ভালোবাসে ও শ্রদ্ধা করে।
তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের দিনটি জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।গোটা দেশ আজ সেই দিনের অপেক্ষায়।ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও উন্নয়ন ও গণতন্ত্রের পথে অগ্রসর হবে।
সভায় বক্তারা বলেন,লায়ন আসলাম চৌধুরী শুধু একজন প্রার্থী নন তিনি রাজনৈতিক নির্যাতনের জীবন্ত সাক্ষী।শুধু বিএনপির রাজনীতি করার কারণে সাবেক শেখ হাসিনা সরকারের সময়ে তাঁকে টানা নয় বছর কারাগারে থাকতে হয়েছে।রাজনীতির সহিংসতা ও মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগ করেও তিনি আপস করেননি,মাথা নত করেননি।
বক্তারা বলেন,দীর্ঘ কারাভোগের পরও আসলাম চৌধুরীর রাজনীতিতে প্রত্যাবর্তন প্রমাণ করে,গণতন্ত্রকে কারাগারে বন্দি করা যায় না।তাঁর এই ত্যাগ ও সংগ্রাম চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে।
বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় এবং ডা. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু,বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ ও মাহবুবুল আলম।
সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দেন।



