
মুহাম্মদ জুবাইর
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ ইং রোজ সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়।সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. নূরুনাহার চৌধুরী এনডিসিসহ বিএসসির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।
বার্ষিক সাধারণ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সম্মানিত শেয়ারহোল্ডার ও উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের সামগ্রিক কর্মকাণ্ডের ওপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।উপস্থাপিত প্রতিবেদনে তিনি জানান ২০২৪-২০২৫ অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ৫৯০ দশমিক ৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭ দশমিক ৩০ কোটি টাকা।ফলে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯৮ দশমিক ২৮ কোটি টাকা।
অন্যদিকে একই অর্থবছরে বিএসসির পরিচালন ব্যয় হয়েছে ২৮৯ দশমিক ৯২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ দশমিক ৪৫ কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় ৪১৬ দশমিক ২৭ কোটি টাকা।কর সমন্বয়ের পর ২০২৪ -২০২৫ অর্থবছরে বিএসসির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ দশমিক ৫৬ কোটি টাকা যা সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।
তিনি আরও জানান এর আগের ২০২৩-২০২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬ দশমিক ১৮ কোটি টাকা এবং মোট ব্যয় ছিল ৩১১ দশমিক ৫৯ কোটি টাকা।ওই অর্থবছরে কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৯ দশমিক ৬৯ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিএসসির নিট আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৫৬ দশমিক ৮৭ কোটি টাকা।
সভায় জানানো হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি।এ সংক্রান্ত প্রকল্পটি গত ৩ জুন ২০২৫ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। পরবর্তীতে ১৭ আগস্ট ২০২৫ তারিখে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সদয় অনুমোদন লাভ করে।
উক্ত অনুমোদনের আলোকে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures এলএলসি এর মধ্যে জাহাজ সরবরাহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী প্রথম জাহাজ এম ভি বাংলার প্রগতি ইতোমধ্যে বিএসসির কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। দ্বিতীয় জাহাজ এম ভি বাংলার নবযাত্রা আগামী জানুয়ারি ২০২৬ মাসে বিএসসির কাছে হস্তান্তর করার সময়সূচি নির্ধারিত রয়েছে।
সভায় আরও জানানো হয় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সরকারি অর্থায়নে ঋণ গ্রহণের মাধ্যমে দুটি প্রস্তুত ট্যাংকার জাহাজ এবং নিজস্ব অর্থায়নে একটি প্রস্তুত বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এ লক্ষ্যে বিএসসি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন Infrastructure Investment Facilitation Company এর মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
সভায় বলা হয় দেশে আমদানিকৃত ক্রুড অয়েলসহ বিভিন্ন পণ্য যেমন খাদ্যশস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে বিএসসির নিজস্ব জাহাজ ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।



