প্রশাসনরাজধানী

ভোটাধিকার নিশ্চিত করতে বাঁশখালীতে এসপি’র ভোটকেন্দ্র পরিদর্শন

মুহাম্মদ জুবাইর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বাঁশখালী থানাধীন খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ভোটগ্রহণের দিন সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন,
“প্রতিটি ভোটার যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোটারদের উদ্দেশ্যে পুলিশ সুপার দৃঢ় কণ্ঠে বলেন,
“ভয় নয় আপনার ভোট আপনার অধিকার। নিশ্চিন্তে ও স্বতঃস্ফূর্তভাবে আপনার ভোট আপনি প্রয়োগ করবেন।”

মতবিনিময় ও পরিদর্শনকালে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ অন্যান্য পুলিশ সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button