মধুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান, চার ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মধুপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলার লাউফুলা বাজার ও চাপড়ী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে লাউফুলা বাজারের মনির মেডিকেল হল ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী চারটি ফার্মেসির মালিককে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবু জাফর ঔষধ তত্ত্বাবধায়ক ভেট জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে মধুপুর থানা পুলিশের একটি দল।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয় সূত্রে জানা গেছে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে ফার্মেসি মালিকদের আইন মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্টের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন নিয়মিত তদারকি অব্যাহত থাকলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।



