রাউজানে পুলিশের রাতের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন নির্দেশনায় রাউজান থানার বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ ইং গভীর রাতে রাউজান থানাধীন নোয়াজিষপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই নিরস্ত্র খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।রাত আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নোয়াজিষপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু বয়স চল্লিশ এর বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় আসামি নুরুল আমীন প্রকাশ কালু কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায় প্রাথমিক তদন্তে জানা গেছে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকাবাসীর মধ্যে সে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত ঘটনায় এসআই নিরস্ত্র খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে গত ১৮ নভেম্বর ২০২৫ ইং নুরুল আমীন প্রকাশ কালু জনৈক মোহাম্মদ জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
রাউজান থানা পুলিশ জানায় পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে।



