অভিযানআইন-শৃঙ্খলাপ্রশাসন

নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট: দামপাড়ায় মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ পৌরসভার দামপাড়া মৌজায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় উচ্চস্বরে চিৎকার, অশালীন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছিল।এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি হয়।একপর্যায়ে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে থানা পুলিশের একটি চৌকস দল।অভিযানের সময় অভিযুক্তকে হাতেনাতে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে।

মোবাইল কোর্টে প্রমাণাদি ও স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুসারে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশ ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি।মাদকাসক্ত ব্যক্তিদের কারণে পরিবার, সমাজ ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জনশান্তি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও মাদক সেবন, বিক্রি ও সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button