আল্লাহর আদেশে নিঃশর্ত আনুগত্য কেন জরুরি: বনি ইসরাইলদের ঘটনা

অপরাধ বিচিত্রা ডেস্কঃ বানিইসরাইলদের গরু জ/বাইয়ের পুরো ঘটনাটি এখানে তুলে ধরা হলো। এই ঘটনাটি থেকে আমাদের জন্য কি শিক্ষনীয় আছে তা আপনারা কমেন্টে বলে যাবেন, ইনশা’ আল্লাহ।
আল্লাহ তা’আলা বলেছেনঃ
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُواْ بَقَرَةً قَالُواْ أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَـهِلِينَ
২:৬৭। আর (স্মরণ কর) যখন মুসা তার লোকদেরকে বলেছিল, “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা এক গরু জ/বাই কর।“ তারা বলেছিল, “আমাদের সাথে কি উপহাস করছো?“ সে বলেছিল, “আমি আল্লাহর আশ্রয় চাই অন্যথায় আমি আলজাহিলুনদের (অজ্ঞ বা বোকাদের) অন্তর্ভুক্ত হবো।“
قَالُواْ ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنَ لَّنَا مَا هِىَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لاَّ فَارِضٌ وَلاَ بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذلِكَ فَافْعَلُواْ مَا تُؤْمَرونَ
২:৬৮। তারা বলেছিল, “তোমার রাব্বকে আমাদের জন্য জিজ্ঞাসা কর যাতে তিনি ইহা কি রকম হবে তা আমাদের নিকট পরিস্কার করে দেন।“ সে বলেছিল, “তিনি বলেছেন, “ইহা এমন এক গরু যা বেশি বৃদ্ধও নয় আবার অল্পবয়সীও নয় – এ দুয়ের মাঝামাঝি অবস্থায়।“ কাজেই তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তা করে ফেল।“
قَالُواْ ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِـعٌ لَّوْنُهَا تَسُرُّ النَّـظِرِينَ
২:৬৯। তারা বলেছিল, “তোমার রাব্বকে আমাদের জন্য জিজ্ঞাসা কর যাতে তিনি ইহা কি রঙ্গের হবে তা আমাদের নিকট পরিস্কার করে দেন।“ সে বলেছিল, তিনি বলেছেন, “ইহা এক উজ্জল হলুদ বর্ণের গরু, দর্শকদের নিকট প্রীতিকর।“
قَالُواْ ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ إِنَّ البَقَرَ تَشَـبَهَ عَلَيْنَا وَإِنَّآ إِن شَآءَ اللَّهُ لَمُهْتَدُونَ
২:৭০। তারা বলেছিল, “তোমার রাব্বকে আমাদের জন্য জিজ্ঞাসা কর যাতে তিনি ইহা কি রকম হবে তা আমাদের নিকট পরিস্কার করে দেন। নিশ্চয়ই সব গরু আমাদের নিকট একই রকম দেখতে। আর আল্লাহ ইচ্ছা করলে আমরা নিশ্চয়ই হেদায়েত পাব।“
قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لاَّ ذَلُولٌ تُثِيرُ الاٌّرْضَ وَلاَ تَسْقِى الْحَرْثَ مُسَلَّمَةٌ لاَّ شِيَةَ فِيهَا قَالُواْ الَـنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفْعَلُونَ
২:৭১। সে বলেছিল, তিনি বলেছেন, “ইহা এমন এক গরু যা জমি চাষের জন্যও উপযোগী করে তোলা হয়নি এবং ফসলের সেচের জন্যও না, সুস্থ্য-সবল এবং শারিরীক ত্রুটিমুক্ত (অর্থাৎ তার শরীরে উজ্জল হলুদ রং ছাড়া অন্য কোন রং নেই)।“ তারা বলেছিল, “এখন তুমি সত্য নিয়ে এসেছ।“ অতএব তারা ইহা জ/বাই করেছিল যদিও তারা তা প্রায় না করার অবস্থায় পৌঁছেছিল।



