আইন-শৃঙ্খলা

গৌরনদী সাংবাদিক ফোরামের সঙ্গে সার্কেল এসপি ও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গৌরনদীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার।

প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মোঃ তারিক হাসান রাসেল সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরদার, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) মোঃ ইয়াদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক এস এম নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন তালুকদার, মোঃ জসীমউদ্দিন হাওলাদার, মোঃ সাকিবুল্লাহ বিল্লাল, মোঃ সিফাত হোসেন সাগর এবং সদস্য মোঃ ফাহাদ হোসেন, আহম্মেদ রনি ফকির, মোঃ সুজন শরিফসহ গৌরনদী সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button