
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা রিকশায় চড়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা
জানান।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা বলেন হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের কঠোর বিচার চাই। তাঁর দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি বিদেশি চক্রান্ত থাকতে পারে। অনেকে চাইছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং দেশের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেন নির্বাচিত সরকার না এলে কী হয় আমরা অতীতে দেখেছি তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এবং একই সঙ্গে যে তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে আশা করি সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন আমরা অনেকদিন ধরে মাঠে আছি দুই থানার প্রায় প্রতিটি ঘরে আমরা গিয়েছি মানুষ যেভাবে আমাদের প্রতি সমর্থন জানাচ্ছে তাতে আমরা আশাবাদী বর্তমান পরিবেশ এভাবেই স্বাভাবিক থাকলে আমরা বিপুল ভোটে জয়ী হব। তিনি জানান জনগণের সঙ্গে সংযোগ ও সরাসরি যোগাযোগের মাধ্যমেই তাঁরা নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন এবং মানুষের আস্থা পেয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় কুষ্টিয়া ৩ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে গেছে এবং সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনী আলোচনা জোরদার হয়েছে।



