এনসিপি থেকে পদত্যাগ করলেনতাসনুভা জাবিন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন দল থেকে পদত্যাগ করেছেন। রোববার ২৮ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না।
তাসনুভা জাবিন পোস্টে লিখেছেন অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি আজকে এনসিপি থেকে পদত্যাগ করেছি এবং নির্বাচনেও যেতে পারছি না।পদত্যাগের প্রেক্ষাপটে তিনি বলেন সবচেয়ে কষ্টের বিষয় হলো যেদিন তার মা চট্টগ্রাম থেকে নির্বাচনী সমর্থনে ঢাকায় আসছেন সেদিনই তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার ভাষ্য মতে এখানে ন্যূনতম আশা থাকলেও হয়তো নিজের আত্মসম্মানবোধের সঙ্গে আপস করতে হতো।
তিনি আরও জানান সমর্থকদের পাঠানো সব ডোনেশন এক এক করে ফেরত দেওয়া হবে এবং এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।তাসনুভা বলেন আমি আগে কখনো রাজনীতি করিনি জুলাই মাসে রাজপথে নামি পরিবর্তনের স্বপ্ন নিয়ে। গণতান্ত্রিক পরিবর্তনের দাবিতে আমার কাজ আরও জোরালোভাবে চলবে। তার দাবি মধ্যপন্থার বাংলাদেশ পন্থী নতুন রাজনীতির যে জায়গা খালি হয়ে গেছে সেটি পূরণ করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন সময়ই সব বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।



