
মুহাম্মদ জুবাইর
সোহেল এক ঘণ্টা আগেই ছিলেন রাজনৈতিক অনুষ্ঠানে,শোকের ছায়া নগরজুড়ে
চট্টগ্রাম নগরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল ৩৭।হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুসংবাদে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
শনিবার ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নগরীর কাটঘর আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে ঘটে এ দুর্ঘটনা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম মোঃ সোহেল দক্ষিণ হালিশহর আলী শাহ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। চট্টগ্রাম মহানগর ও ইপিজেড থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলেন অগ্রণী ভূমিকায়।দলীয় রাজনীতিতে তার অবদান এবং সোচ্চার উপস্থিতি তাকে অল্প সময়েই নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।
পারিবারিক সূত্র জানায় দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেও তিনি নগরীর একটি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন।হঠাৎ এমন মৃত্যুসংবাদে সহযোদ্ধারা বিশ্বাসই করতে পারছিলেন না যে সদা প্রাণবন্ত এই মানুষটি আর ফিরবেন না।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ইপিজেড থানা বিএনপি যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন সংগঠনপ্রাণ এই নেতার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুম মোঃ সোহেল স্ত্রী এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার অকাল মৃত্যুতে এলাকাবাসী পরিবার-পরিজনসহ রাজনৈতিক মহলে শোকের মাতম বইছে।



