আইন-শৃঙ্খলারাজনীতি

আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছয় মামলায় গ্রেফতার এনসিপির আখতার হোসেন

অপরাধ বিচিত্রা ডেস্কঃ ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে প্রথমবারের মতো গ্রেফতার হন তৎকালীন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন। ১৩ এপ্রিল রমজানের প্রথম তারাবীর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্হদের মাঝে রমজানের সামগ্রী বিতরণের সময় শহীদ মিনার এলাকা থেকে আখতার হোসেনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। ডিবি অফিসে রিমান্ডে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হয়। দীর্ঘ ৭৮ দিন কারাভোগ করে তিনি জামিন পান । সেসময় তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়। পুলিশের থেকে আসামী ছিনতাই, বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধাদান, দাঙ্গা, হত্যাচেষ্ঠা অভিযোগে এসব মামলা হয়। দুইটি মামলা থেকে পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করা উদ্ভুত হয়। এই তিনটি মামলার একটি মামলায় ১১ সেপ্টেম্বর ২০২৫ এ খালাস পান আখতার হোসেন। আর দুইটি মামলায় কোর্ট পরিবর্তন হওয়ায় আজ তিনি জামিন নিতে ঢাকা জজ কোর্টে উপস্থিত হন। মহামান্য আদালত মামলা দুইটিতে জামিন প্রদান করেন।

এছাড়াও ২০২২ সালের ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্মরণভার আয়োজনে ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাগ্রহনকালীন সময়ে পুলিশ আখতার হোসেনসহ তাঁর ২৪ জন সহযোদ্ধাকে গ্রেফতার করে। সেসময় তাঁর বিরুদ্ধে ২ টি মামলা হয়। অবশ্য এই দুটি মামলায় পরবর্তীতে তিনি খালাস পেয়েছেন।

সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময়ে শহীদ আবু সাঈদের গায়েবানা জানাযার উদ্দেশ্যে রাজু ভাস্কর্যে আসলে কতোগুলি পুলিশ প্রকাশ্য দিবালোকে ধস্তাধস্তি করে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে তাঁকে উঠিয়ে নিয়ে যায়। প্রিজন ভ্যানে বন্দী থেকে সেদিন আখতার হোসেন সকলকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। দৃপ্ত আকুতি নিয়ে তিনি বারবার উচ্চারণ করেন “ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান।”

১৭ জুলাই তাঁকে গ্রেফতারের মধ্য দিয়ে গণগ্রেফতারে নামে আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী। সেসময় তাঁর নামে একটি মামলা হয়। পরবর্তীতে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ও পলায়নের পর জুলাই অভ্যুত্থানের প্রথম রাজবন্দী আখতার হোসেন কারাগার থেকে মুক্তি লাভ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button