রাজনীতি

আধুনিক শৈলকুপা গড়ার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন —সহিদুল এনাম পল্লব

ঝিনাইদহ প্রতিনিধিঃ সোমবার ২৯ ডিসেম্বর ঝিনাইদহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঝিনাইদহ ১ (শৈলকুপা) আসনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সমর্থিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কর্তৃক মনোনীত মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেন।
তার মনোনয়ন জমাদান কালে উপস্থিত ছিল গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান, কমরেড কাজী অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা মনজুরুল ইসলাম, বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহ্বায়ক স্বপ্না সুলতানা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের ঝিনাইদহ জেলার আহ্বায়ক ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আসাদুল ইসলাম, ঝিনাইদহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঝিনাইদহ জেলার বিপ্লবী সভাপতি সারমিন সুলতানা প্রমুখ।

এই সময় জেলা রিটানিং অফিসারের কার্যালয় উপস্থিত ছিল ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অসংখ্য সংবাদ কর্মী।

মনোনয়নপত্র দাখিলের পরে তিনি সাংবাদিকদের বলেন শৈলকুপা বাসী যদি তাকে সংসদ সদস্য নির্বাচিত করেন তাহলে তিনি শৈলকুপাকে দুর্নীতিমুক্ত, সামাজিক সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত কুরে একটি আধুনিক শৈলকুপা গঠনে সর্বদা প্রচেষ্টা গ্রহণ করবেন। গণ হয়রানির কেন্দ্রবিন্দু ভূমি অফিসগুলো হবে দুর্নীতিমুক্ত।

শৈলকুপা পেঁয়াজ চাষীদের জন্য একটি অত্যাধুনিক পিয়াজ সংরক্ষণাগার তৈরি করবেন।

শৈলকুপার ছাত্র-ছাত্রীদের আধুনিক প্রযুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক ভাবে গড়ে তোলার জন্য বিদ্যালয় এবং কলেজে আধুনিক বিজ্ঞানাগার গড়ে তুলবেন।
শৈলকুপা হাসপাতালকে ২৫০ শয্যার আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ হাসপাতালের রূপান্তরিত করে গরিব মেহনতী শ্রমজীবী মানুষের চিকিৎসা উপযোগী করে গড়ে তুলবেন।

সেই সাথে ১৪ টি ইউনিয়নের এমবিবিএস ডাক্তারের মাধ্যম দিয়ে ইউনিয়নবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।

যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভেটেনারি প্রশিক্ষণের মাধ্যম দিয়ে গবাদি পশু ও হাঁস মুরগি পালনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করবেন। আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহজ শর্তে ব্যাংকিং এর ব্যবস্থার সহযোগিতা প্রদান।

উপজেলার সমস্ত খাস জমি উদ্ধার করে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ।

জিকে সেচ প্রকল্প চালুর ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ

সরকারি চাকরিজীবীদের ন্যায় কৃষকের পেনশন ভাতা দাবিতে সংসদের বাইরে এবং ভিতরে আন্দোলন গড়ে তুলবেন।

আধুনিক শৈলকূপ গড়ার প্রধান প্রতিবন্ধকতা সামাজিক সন্ত্রাস। সামাজিক সন্ত্রাস প্রতিরোধ উদ্দেশ্যে ইউনিয়ন গুলিতে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যম দিয়ে সামাজিক সন্ত্রাস নিরসনের চেষ্টা অব্যাহত থাকবে।

বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির সহযোগিত প্রদান এবং নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা গ্রহণ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে ঘুষ দুর্নীতি বন্ধ করবেন।

উপজেলা জুড়ে কৃষকদের ন্যায্য মূল্যে স্যার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করবেন।

নির্বাচনী এলাকার সর্বত্র গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবেন।

অন্যায় ভাবে পুলিশি হয়রানি বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সামাজিক সন্ত্রাসের মাধ্যমে মামলায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয় শৈলকুপার জনসাধারণের।

হাট বাজারগুলোতে গণ শৌচাগার স্থাপন করে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। হাট বাজার গুলোতে জবাইকৃত গবাদি পশুর বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থাপনা নির্মাণ।

স্থায়ীভাবে হাট বাজারগুলোতে সুইপার নিয়োগের ব্যবস্থা সহ কৃষকের নিকট থেকে ব্যবসায়ীদের ঢলতা প্রথা নিষিদ্ধ ঘোষণা করবেন।

জল যার জলা তার এই স্লোগানের জলাকারে প্রকৃত মৎস্যচাষীরা মৎস্য চাষের ব্যবস্থা করবেন।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের বসতবাড়ি স্মৃতি সংরক্ষণ পাঠাগার হিসাবে বিনির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করবেন। একটি আধুনিক যুগ উপযোগী সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরো বলেন যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সাংবাদিক সুরক্ষা আইন পাস এর ব্যাপারে সংসদের জোরদার ভূমিকা পালন করবেন যার মাধ্যম দিয়ে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা অর্জন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button